পশ্চিম বর্ধমান জেলার নিউ টাউনশিপ থানার অন্তর্গত আইটিআই আমবাগান এলাকায় চাঞ্চল্যকর ভাবে সর্বস্ব চুরি করে দুষ্কৃতীরা। চুরির উদ্দেশ্যে এসে বাড়িতে ঢুকেই আগে জমিয়ে চায়ের আড্ডায় মশগুল হল দুষ্কৃতীর দল। গৃহকর্তার গ্যাস ওভেনে চা চাপিয়ে তা খেয়ে বাথরুমে ঢুকে প্রাতকৃত্য সেরে নেয় দুষ্কৃতীরা। আইটিআই আম বাগান এলাকায় সপরিবারে থাকেন অনিল রুদ্র এবং প্রিতপাল রুদ্র নামে দুই ব্যক্তি।

সূত্র অনুযায়ী জানা যায় ৯ জুলাই দিল্লিতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। এরপর মঙ্গলবার সকালে তারা বাড়ি ফিরে আসে। বাড়ির ভেতরে ঢুকে দেখেন সব ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। জানলা ভাঙ্গা আলমারি ভাঙ্গা আলমারির ভেতর থেকে উধাও সোনা রুপোর অলংকার সহ বেশ কিছু মূল্যবান জিনিস। ঘটনার জানাজানি হতেই চরম শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার অধীন বিধান নগর ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর ফাঁড়ির পুলিশ।

ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক অনিল রুদ্র এবং প্রীতপাল রুদ্র জানান তারা দুটি পরিবার দুর্গাপুরের আইটিআই আমবাগান এলাকায় থাকেন। বিশেষ অনুষ্ঠানে দিল্লি গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন তিন চারটি আলমারি ভাঙ্গা সব এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাদের বাড়ির মহিলাদের প্রায় ২০ ভরি সোনার অলংকার এবং নগদ পাঁচ লক্ষ টাকা উধাও। এছাড়াও তারা বলেন সকালে বাড়িতে এসে তালা খুলতে গিয়ে দেখেন জানলার লোহার গ্রিল ভাঙ্গা ভেতরে ঢুকে তারা হতবাক হয়ে যান ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে আসবাবপত্র।

গ্যাস ওভেনে চায়ের প্যান, বাথরুম নোংরা অবস্থায় রয়েছে। এমনকি বাড়ির খুদে সদস্যদের পিগি ব্যাংকের জমিয়ে রাখা খুচরো পয়সাও বার করে নিতে পিছপা হয়নি দুষ্কৃতীর দল। পুলিশ সূত্রে জানা গেছে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করা হয়েছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর