spot_img
Wednesday, December 3, 2025
Durgapur
haze
23.2 ° C
23.2 °
23.2 °
49 %
1kmh
40 %
Wed
23 °
Thu
28 °
Fri
28 °
Sat
27 °
Sun
27 °
Homeদুর্গাপুরসম্প্রীতির বার্তা নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনে সাইকেলে করে দীঘায় পাড়ি

সম্প্রীতির বার্তা নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনে সাইকেলে করে দীঘায় পাড়ি

-

আগামী ৩০শে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ও শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যোগ দিতে সাইকেলে করে দুর্গাপুর থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দা পেশায় রং মিস্ত্রি স্বপন কুমার ঘোষ। শনিবার সকালে দুর্গাপুরের অরবিন্দ এভিনিউর জেলা তৃণমূল কার্যালয়ে থেকে সাইকেলের হ্যান্ডেলে জাতীয় পতাকা ও তৃণমূলের দলীয় পতাকা বেঁধে, মহিলাদের শঙ্খ ও  উলুধ্বনির মধ্যে দিয়ে দিঘার উদ্দেশ্যে পাড়ি দিলেন তিনি। এই সময় তিনি জানান এটা তার শখ আর সেই শখকে বাস্তবায়িত করেছে জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

স্বপন বাবুর যাত্রার সূচনা করেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী পুর বোর্ডের সদস্যা রাখি তেওয়ারি, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার, প্রাক্তন কাউন্সিলর রিনা চৌধুরী দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জি, যুব সভাপতি রাজু সিং, ১ নম্বর ব্লক এস সি ওবিসি সেলের সভাপতি শেখর রাম, জেলা তৃণমূল যুব সভাপতি পার্থ দেওয়াশি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। সেখানেই যোগ দিতে যাচ্ছেন স্বপন কুমার ঘোষ। মন্দিরের উদ্বোধনের দৃশ্য সকলকে লাইভ দেখানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় স্কিনের ব্যবস্থা করা হবে

প্রসঙ্গত জানা যায় দুর্গাপুরের বাসিন্দা স্বপনবাবু ইতিপূর্বে সাইকেলে করে প্রয়াগ রাজ দর্শন করে এসেছেন। তার এই যাত্রা পথে সময় লেগেছিল ১৬ দিন। এবার জেলা তৃণমূল সভাপতি উদ্যোগে ২৭৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ২ থেকে ৩ দিন সময় লাগবে। এদিন জেলা সভাপতি সাইকেল চালক স্বপনবাবুর হাতে পাঁচ হাজার টাকা নগদ এবং বিভিন্ন ধরনের পোশাক তুলে দেন। সম্প্রীতির বার্তা জনসাধারণের মধ্যে প্রচার করতে এবং সকলের মঙ্গল কামনার্থে স্বপন বাবুর এই যাত্রা।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts