৭৬ তম প্রজাতন্ত্র দিবসে দুর্গাপুরের ষোল নম্বর ওয়ার্ডের অধীন ধান্ডাবাগের বাগানপাড়া হঠাৎ পল্লী র ” মা দুর্গা জুনিয়ার সংঘে”র পরিচালনায় অনুষ্ঠিত হয় এক দিবসীয় মিনি ফুটবল টুর্নামেন্ট, সিজন 5। এই টুর্নামেন্টে পশ্চিম বর্ধমান জেলার আটটি ফুটবল দল অংশগ্রহণ করে। দলগুলি যথাক্রমে রাঁচি ফ্রেন্ডস, কুমোরপাড়া, হঠাৎ পল্লী জুনিয়র সংঘ, জেসি জুনিয়ার, কালারায় সংঘ, সিআর সেভেন, পাপন ফ্রেন্ডস ও বিশাল ফ্রেন্ডস। এই টুর্নামেন্টের আয়োজন করে কমিটির বর্ষিয়ান সদস্য সুকুমার মিত্র বলেন এই টুর্নামেন্ট পঞ্চম বর্ষে পদার্পণ করল।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় টুর্নামেন্টের খেলা গুলি। একের পর এক দল খেলায় অংশগ্রহণ করে অবশেষে কালারায় সংঘ ও হঠাৎ পল্লী জুনিয়র সংঘ চূড়ান্ত পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত পর্যায়ের খেলতে নেমে দুদলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি ফুটবল লক্ষ্য করা যায়। নির্দিষ্ট সময়ের খেলায় কোন দলই কোন গোল করতে না পাড়ায় খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। এরপর ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা টাই ব্রিকারে গড়ায়। তাইব্রেকারে কালারায় সংঘ, হঠাৎপল্লী জুনিয়র সংঘ কে পরাজিত করে চ্যাম্পিয়নের ট্রফি ছিনিয়ে নেয়। এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার সহ টুর্নামেন্টের সেরা পুরস্কারে পুরস্কৃত করা হয়। পাশাপাশি উইনার্স দলের হাতে আট হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি ও রানার্স দলের হাতে ৬০০০ টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। মাঠে উপস্থিত ফুটবল উৎসাহী দর্শকরা সারাদিন ধরে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অতি আনন্দের সঙ্গে উপভোগ করে।