আদি শক্তির মন্দিরে তালা ভাঙলো দুষ্কৃতীরা। দেবী প্রতিমার সোনা দানা খুলে নিয়েছে এছাড়াও প্রণামী বাক্সের টাকা পয়সা বের করে নিয়ে প্রণামী বাক্স ফেলে পালায় দুষ্কৃতীরা। মন্দিরের সেবায়েত জানান সোনার অলংকার এবং নগদ নিয়ে লক্ষাধিক টাকা চুরি গেছে। বুধবার সকালে পুজো করতে এসে মন্দিরে তালা খুলতে গিয়ে হতবাক পুরোহিত। এই ঘটনা জানাজানি হতেই চরম শোরগোল দুর্গাপুরের ধুনুড়া প্লট এলাকায়। স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ,”এই কালী মন্দিরে প্রতিদিন ভক্তদের আনাগোনা হয়, পুজোপাঠ চলে। মঙ্গলবার রাতে মন্দির বন্ধ করা হয়। অন্যান্য দিনের মতো বুধবার সকালে পুরোহিত এসেছিলেন পুজো করার জন্য। এসে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। আমাদের বিষয়টি জানান। আমরা মন্দিরের ভেতরে ঢুকে দেখি মায়ের সোনা, রুপোর অলংকার নেই।

প্রণামী বাক্স ভাঙ্গা অবস্থায় কিছুটা দূরে ঝোপের মধ্যে পড়ে রয়েছে রয়েছে। বাক্স তুলে দেখি টাকা পয়সা উধাও। আমরা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আমরা চাই সাত দিনের মধ্যে দুষ্কৃতীদের ধরা হোক। ফিরিয়ে দেওয়া হোক মায়ের অলংকার আর নগদ টাকা।”
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর