৯ জুলাই, দেশের ১০ টি গুরুত্বপূর্ণ শ্রমিক সংগঠনের আহবানে মঙ্গলবার সারা ভারত জুড়ে বন পালিত হয়। শ্রমিক স্বার্থে ১৭ দফা দাবিদাওয়াকে কেন্দ্র করে ডাকা এই বন্ধের প্রভাব দেশের বিভিন্ন রাজ্যে ভিন্নভাবে দেখা গেছে। পশ্চিমবঙ্গে বন্ধের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল এলাকায় তা কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।

অন্ডাল এলাকায় বন্ধ সমর্থনকারীরা জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সকাল থেকেই ওই এলাকায় যানবাহন চলাচলের বিভিন্ন ঘটে, পথচারীদের দুর্ভোগ চরমে ওঠে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বন্ধ সমর্থনকারীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থকে উপেক্ষা করে নীতি নির্ধারণ করছে, তারা দাবি তোলেন ন্যূনতম মজুরি বৃদ্ধি, শ্রমিকদের স্থায়ীকরণ, বেসরকারিকরণের বিরোধিতা সহ একাধিক ইস্যু নিয়ে।

অন্যদিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে বিঘ্ন না ঘটানোর জন্য আগেই জানানো হয়েছিল। কোথাও কোথাও জরুরি পরিষেবা ব্যাহত না হলেও বেশ কিছু অঞ্চলে অফিস আদালত স্কুল কলেজে উপস্থিতির হার কম ছিল।
