মৎসপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো দুর্গাপুর নগর নিগম পরিবার! আর কাদা জলে দাঁড়িয়ে দুর্গন্ধর মধ্যে মাছ কেনার ভোগান্তির অবসান! সিটি সেন্টারের ডেইলি মার্কেটে শনিবার সন্ধ্যায় উদ্বোধন হলো এক আধুনিক মাছ ও মাংসের বাজার। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত ধরে এই নতুন পরিকাঠামোর সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ একাধিক ব্যক্তিত্ব।

দীর্ঘদিন ধরে মাছ ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বেহাল পরিষেবা পরিবেশে ব্যবসা করতেন। বর্ষার সময় পরিস্থিতি আরো শোচনীয় হয়ে উঠতো। কাদা দুর্গন্ধ জলাবদ্ধতা থেকে বাঁচার উপায় ছিল না, অবশেষে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে এই নতুন হাইটেক বাজার। যেখানে রয়েছে মোট ২৭টি টল – এর মধ্যে ২২ টি মাছের এবং পাঁচটি মুরগি ও খাসির মাংসের দোকান। প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, এখানে ব্যবসায়ীরা যেমন স্থায়ী পরিকাঠামো পেলেন ঠিক তেমনি ক্রেতারাও পাচ্ছেন এক ছাদের নিচে রকমারি মাছ ও মাংস কেনার সুবর্ণ সুযোগ।

এই আধুনিক বাজার শুধু ব্যবসায়ীদের জীবনকে সহজ করবে না শহরের নাগরিকরা পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে কেনাকাটার সুযোগ। নাম রাখা হয়েছে- “আহারি মৎস্য ! বাহারি মৎস!” দুর্গাপুরে বাজার সংস্কৃতিতে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন স্থানীয়রা।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর