অজয় নদীর তীরে পান্ডবেশ্বরকে কেন্দ্র করে গড়ে উঠছে এক অত্যাধুনিক পার্ক ও ওয়াচ টাওয়ার। ইতিমধ্যেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী। বিধায়ক জানান, এই পার্ক ও ওয়াচ টাওয়ার সম্পূর্ণ হলে পান্ডবেশ্বরের উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসবেন বলে আশা করা হচ্ছে।

উন্নত পাণ্ডবেশ্বর, এগিয়ে পাণ্ডবেশ্বর এই স্লোগানকে সামনে রেখে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আরও বলেন, উন্নত থেকে আরো উন্নত স্তরে পৌঁছবে পাণ্ডবেশ্বর। এই প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করছে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি, বিধায়ক তহবিল ও ইস্টার্ন কোল্ডফিল্ডস্ লিমিটেড। স্থানীয় মহলে আশা করা হচ্ছে আগামী দিনে এই পার্ক পাণ্ডবেশ্বরের এক প্রাকৃতিক নিদর্শন ও দর্শনীয় স্থানে পরিণত হবে।
সমরেন্দ্র দাস, Lcw India পাণ্ডবেশ্বর