১৮ই জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক গুরুত্বপূর্ণ জনসভা এই সভাকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে শহরজুড়ে। রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে এই সকলকে কেন্দ্র করে বিজেপি এবং প্রশাসন উভয় পক্ষের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে।

আজ শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হন বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় সভাস্থলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি এবং দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সভা সফল করার রণনীতি নিয়ে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বলেন, ভোটের রাজনীতি করতে গিয়ে এই রাজ্যে বাঙালি অবাঙালি ভেদাভেদ করছে রাজ্যের শাসক দল। বিজেপি সরকার এই ধরনের কোন ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করে না।

অন্যদিকে নিরাপত্তার দিক থেকেও কোনো রকম ঢিলেমি রাখতে রাজি নয় প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমনের আগেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করে তোলা হয়েছে। সভাস্থলে নিয়ে আসা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ। পুলিশ কুকুর গোটা এলাকায় তল্লাশি চালিয়ে দেখছে কোন সন্দেহজনক কিছু রয়েছে কিনা এছাড়াও উপস্থিত ছিলেন বম্ব স্কোয়ার্ডের বিশেষ সদস্যরা।

সভাস্থলের প্রতিটি কোনা, মঞ্চ এবং আগমন পথে তারা নজর রেখে চলেছেন। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সূত্রের খবর অনুযায়ী অন্তত পঞ্চাশ থেকে ৬০ হাজার মানুষের জমায়েতের সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী পানীয় জল চিকিৎসা সহ প্রাথমিক পরিষেবা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। যাতে সভার দিন জনসাধারণের কোন রকমের অসুবিধা না হয়।

এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেন! আর এই সভা আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর