spot_img
Thursday, July 3, 2025
Durgapur
haze
28.2 ° C
28.2 °
28.2 °
89 %
2.1kmh
75 %
Thu
29 °
Fri
34 °
Sat
33 °
Sun
30 °
Mon
31 °
Homeদুর্গাপুর২০২৫ এ "মনসুন কাপ" চ্যাম্পিয়ন "কাশীরাম বজরং দল"

২০২৫ এ “মনসুন কাপ” চ্যাম্পিয়ন “কাশীরাম বজরং দল”

-

দুর্গাপুরের ন নম্বর ওয়ার্ডের প্রগতি কালচারাল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিবসীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট মনসুন কাপ সিজন 1 । উৎসবমুখর পরিবেশে খেলাধুলার প্রতি যুব সমাজকে আগ্রহী করে তুলতে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল। একদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ছিল ৫ ওভারের। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নকআউট পর্যায়ের খেলা গুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট প্রসঙ্গে ক্লাব সদস্য নীলাঞ্জন পাঁজা জানায় এটি তাদের প্রথম বর্ষের প্রয়াস।

প্রতিযোগিতায় একে অপরের সঙ্গে ম্যাচ খেলে অবশেষে কাশীরাম বজরং দল এবং আরজু ফ্রেন্ডস চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত পর্যায়ে টসে জিতে কাশীরাম বজরং দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভারে পাঁচ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৬০ রান। এরপর ৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে আরজু ফ্রেন্ডস তারা নির্দিষ্ট ওভারে মাত্র ২৮ রান সংগ্রহ করে।

অবশেষে কাশীরাম বজরং দল ৩২ রানে জয়ী হয়ে মনসুন কাপের চ্যাম্পিয়ন ঘোষিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে দুই দলকে উইনার্স ও রানার ট্রফি সঙ্গে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। প্রগতি কালচার ক্লাবের পরিচালনায় এই ধরনের আয়োজন দুর্গাপুরের ক্রীড়া ও সংস্কৃতি পরিমণ্ডল কে সমৃদ্ধ করে তোলে এবং যুব সমাজের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts