দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন লিগের খেলায় দুর্গাপুরের গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে নবারুণ অ্যাথলেটিক ক্লাব বনাম বটতলা ইয়ং ফ্রেন্ডস।

অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে দুটি দলের মধ্যে বল দখলে লড়াই ছিল দর্শনীয়। যদিও বল দখলের লড়াই বেশকিছু এগিয়েছিল নবারুণ অ্যাথলেটিক ক্লাবের ফুটবলাররা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা একটি জয়সূচক গোল পেয়ে যায়, খেলার ফলাফল ১-০।

নবারুণ অ্যাথলেটিক ক্লাবের পক্ষে জয়সূচক গোলটি করে শেখ সোহিল। এদিনের ম্যাচ পরিচালনা দায়িত্বে ছিলেন দুর্গাপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সম্রাট ঘোষাল প্রদীপ কুমার ব্যানার্জি ও আশীষ দাস। সুপার ডিভিশনের উত্তেজনা পূর্ন এই খেলাটিতে দর্শকদের উপস্থিতি এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর