Trending News... Latest Updates

নাটক কে সঙ্গে নিয়ে অরিত্র এর ২৬ বছর

0 157

Lcw india , M Krishna : একরাশ স্বপ্ন , ভালো কিছু করার অদম্য ইচ্ছা শক্তি কে সঙ্গী করে পায়ে পায়ে ২৬ এ পৌঁছালো অরিত্র ৷ বর্ধমানের অরিত্র নাট্য সংস্হার কথাই আজ আলোচ্য বিষয়৷ বর্ধমানের এক ঝাঁক তরুন তরুনী আজ নাটক কে নিয়ে স্বপ্নের জাল বুনছে , সঙ্গী অরিত্র৷ সুপ্রকাশ চৌধুরী , শিবতোষ বোস , অসীম দে , সুমন্ত রায় , অসিত দে সহ অনেকেই অরিত্র এর সঙ্গে জড়িয়ে রয়েছেন নাট্য চর্চা নিয়ে ৷ এ বছর তাদের নাট্য সংস্থা ২৬ বছর পূর্তি অনুষ্ঠানে দুটি নাটক পরিবেশন করতে চলেছে ৷ ৩রা আগষ্ট বর্ধমান সংস্ক্ তি লোক মঞ্চে মঞ্চস্হ হতে চলেছে প্রথম নাটক “মোটা রামের সত্যাগ্রহ ” ৷ নাটক টির রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং পরিচালনায় নীলেন্দু সেনগুপ্ত ৷ দ্বিতীয় নাটকটি শেখর সমাদ্দার রচিত ও নীলেন্দু সরকার পরিচালিত ” গায়েন ” ৷ অরিত্র এর অন্যতম সদস্য সুপ্রকাশ চৌধুরীর কথায় — তাদের এই চলার পথ মস্ ণ নয় ৷ নিজেদের নাট্য চর্চায় তারা আজও কোন ঘড় পায়নি ৷ বিভিন্ন সদস্য দের বাড়ির ওঠোন থেকে বারান্দায় চলে তাদের নাট্য চর্চা ৷ তবুও নাটকের মধ্যেই যেনো তারা খুঁজে পেতে চায় আনন্দ , ছড়িয়ে দিতে চায় সামাজিক বার্তা ৷ বর্তমানে সিনেমা , টেলিভিশন ও অন্যান্য বিনোদনের মাঝে নাট্য চর্চা যখন কমে আসছে তখন ব্যতিক্রম ” অরিত্র ” ৷ ২৬ বছরের এই যাত্রা তারই উদাহরন ৷

Leave A Reply

Your email address will not be published.