শুক্রবার অর্থাৎ ২৮ শে মার্চ দিনটি ছিল ইসলাম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসের আলবিদা জুম্মা। প্রত্যেক বছরের ন্যায় এবারও এই আলবিদা জুম্মার দিন দুর্গাপুরের চন্ডীদাস সংলগ্ন সেন্ট্রাল মসজিদে “মজলিস এ মিল্লাত” এর পক্ষ থেকে সমাজের অসহায় দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র ও লুঙ্গি গেঞ্জি বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগম প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি , প্রাক্তন পুরমাতা রিনা চৌধুরী, মনি দাশগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ রায় সরকার, মসজিদের ইমাম সহ বিশিষ্ট জনেরা।

এই বিশেষ দিনে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তী বলেন আলবিদা জুম্মার দিন অসহায় মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। তিনি এদিন মজলিস এ মিল্লাতের সকল সদস্যদের আগাম পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে মজলিস এ মিল্লাত এর সাধারণ সম্পাদক ফারুক খান বলেন প্রতিবছরের মত এবারও এলাকার অসহায় মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।
এদিন পবিত্র রমজান মাসের আলবিদা নামাজ রাখার পর এই এলাকার প্রায় দেড়শ জন পুরুষ ও মহিলাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর