spot_img
Wednesday, September 3, 2025
Durgapur
haze
32.2 ° C
32.2 °
32.2 °
66 %
6.7kmh
40 %
Wed
31 °
Thu
32 °
Fri
32 °
Sat
34 °
Sun
34 °
Homeদুর্গাপুরঊর্ধ্ব পড়ুয়াদের জন্য নতুন দিগন্ত - "গাইডেন্স ও ডিজাইনবার্ড"

ঊর্ধ্ব পড়ুয়াদের জন্য নতুন দিগন্ত – “গাইডেন্স ও ডিজাইনবার্ড”

-

শিক্ষাই জাতির মেরুদন্ড- সেইমতো সকলেই শিক্ষার প্রতি মনোনিবেশ করে। কিন্তু একটা সময় আসে যখন পুঁথিগত বিদ্যায় সবকিছু অর্জন করা সম্ভব হয় না। সেই বিষয়টি কে মাথায় রেখো দুর্গাপুরে বিধাননগরের দুই যুবক শুরু করলেন “গাইডেন্স ও ডিজাইনবার্ড” নামের এমনই একটি নলেজ ইনস্টিটিউট। ১৮ বছরের ঊর্ধ্বে এমন সকল পড়ুয়া দের জন্য যারা উচ্চমাধ্যমিক পাশ করার পর ঠিক বুঝে উঠতে পারছেন না কোন বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যতের উন্নতির পথ পেয়ে যেতে পারে তাদের জন্য একটি নতুন আলোর দিশা নিয়ে হাজির হয়েছে গাইডেন্স। এখানে ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং করে কর্মমুখী ও পেশা ভিত্তিক বিষয়গুলো উপর জোর দেওয়া হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী বিষয় নির্বাচন করে আগামী দিনে পড়াশোনা করতে পারবে বলে গাইডেন্স ইন্সটিটিউটের কর্ণধার সতীশ শা জানান।

অন্যদিকে ডিজাইনবার্ড এর কর্ণধার আদিশ রায় বলেন, শুধু মাত্র একাডেমিক পড়াশোনা ছাড়া এখানে স্বল্প খরচে শেখানো হচ্ছে আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্রাফিক্স ডিজাইন অফিস ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইন ও আরো নানান ধরনের কিল বেসড কোর্স। যা যা এক বছরে অত্যন্ত কম খরচে সম্পন্ন করা যায়।

কোর্স গুলির মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত দক্ষতা অর্জন করে চাকরি বা ফ্রিল্যান্সিংয়ের জগতের প্রবেশ করতে পারবেন। বর্তমান প্রতিযোগিতার ক্ষেত্রে শুধুমাত্র ডিগ্রী থাকলেই চলবে না, প্রয়োজন বাস্তবমুখী দক্ষতা। এই চাহিদা পূরণ করতে গাইডেন্স ও ডিজাইনবার্ড এর মহতি উদ্যোগ। যারা অর্থের অভাবে বড় শহরে গিয়ে পড়াশোনা করতে পারেন না তাদের জন্য দুর্গাপুরে তৈরি হয়েছে এই সুবর্ণ সুযোগ। এই ইনস্টিটিউট কেবল একটি শিক্ষা কেন্দ্র নয়। এটি এক নতুন দিশা। যেখানে উচ্চমাধ্যমিকের পর জীবনের মোড় ঘোরানোর সুযোগ তৈরি হয়েছে। আগামী দিনের জন্য দক্ষ, আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতেই তাদের এই যাত্রা। বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে। যে সকল আগ্রহী ছাত্রছাত্রী ভর্তি হতে চান তারা সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা : A1/24, S S B Sarani , Aranyak East , Sector 2A, Bidhannagar, Durgapur -713212

যোগাযোগ করুন:
9641101759 (Designbird) ও
7001904186(Guidance)

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts