spot_img
Wednesday, September 3, 2025
Durgapur
haze
32.2 ° C
32.2 °
32.2 °
66 %
6.7kmh
40 %
Wed
31 °
Thu
32 °
Fri
32 °
Sat
34 °
Sun
34 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে আইটি শিল্পের নতুন দিগন্তের সম্ভাবনা- ফিরহাদ হাকিম

দুর্গাপুরে আইটি শিল্পের নতুন দিগন্তের সম্ভাবনা- ফিরহাদ হাকিম

-

দুর্গাপুরে নতুন শিল্প সম্ভাবনার ইঙ্গিত দিলেন রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতা নগর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নব রূপের সংস্কার হওয়া, প্রধান ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে জানান, আগামী দিনের দুর্গাপুরের তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্প গড়ে ওঠার বিরাট সুযোগ রয়েছে।

মন্ত্রী জানান ইতিমধ্যে বেসরকারি সংস্থা পিনাকেল ইনফোটেক দুর্গাপুরে একটি বড় আইটি হাব গড়ে তুলেছে। পাশাপাশি ওয়েবেলের অধীনে দুর্গাপুরের দীর্ঘদিনের একটি আইটি ইউনিটও চালু রয়েছে। এদিন ববি হাকিম উল্লেখ করেন টাটা ইনফোসিস উইপুরুর মতন বহুজাতিক আইটি সংস্থাগুলিকে প্রথম পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। বাম আমলের সূচনা থাকলেও বর্তমান রাজ্য সরকার আইটি শিল্পকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছে বলেও তিনি জানান।

আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ও বণিক সভার সদস্যদের সঙ্গে বৈঠকে মন্ত্রী শিল্পপতিদের সঙ্গে নতুন শিল্প সম্ভাবনা ও বিদ্যমান সমস্যা গুলি নিয়ে আলোচনা করেন তিনি আরো জানান স্টিল সিটির পাশাপাশি আজ দুর্গাপুর হেলথ সিটিরও তকমা পেয়েছে।

এবার আইটি শিল্প ও এই শহরের ভবিষ্যতের অন্যতম স্তম্ভ হতে পারে। পরে তিনি দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ এডমিনিস্ট্রেটটরের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভালো কাজের জন্য কয়েকজন পুরো কর্মীকে পুরস্কৃত করেন। তবে সাত বছর ধরে দুর্গাপুর নগর নিগমের ভোট না হওয়া প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে মধ্যে পড়ে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts