spot_img
Friday, January 9, 2026
Durgapur
mist
8.2 ° C
8.2 °
8.2 °
93 %
2.1kmh
20 %
Fri
24 °
Sat
25 °
Sun
27 °
Mon
27 °
Tue
27 °
Homeদুর্গাপুরনতুন মরশুমে পাঁচটি জেলা নিয়ে শুরু BBPL 2.0 ক্রিকেট টুর্নামেন্ট

নতুন মরশুমে পাঁচটি জেলা নিয়ে শুরু BBPL 2.0 ক্রিকেট টুর্নামেন্ট

-

শহরতলী থেকে উঠে আসা ক্রিকেট প্রতিভার মঞ্চ! নতুন মরশুমে শুরু BBPL 2.0

দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে পর্দা উঠলো, বর্ধমান – বাঁকুড়া-  বীরভূম- পুরুলিয়া লিগ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের। ২৫ শে  অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় পাঁচটি জেলার মোট ১৬ টি খ্যাতনামা দল অংশ নিয়েছে। নিলামের মাধ্যমে নির্বাচিত হয় মোট ৩৫০ জন ক্রিকেটার। BBPL 2.0 লিক পর্বের এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে সুদৃশ্য চ্যাম্পিয়নস ট্রফি পাশাপাশি নগদ ২ লক্ষ ২২ হাজার ২২২ টাকা। অন্যদিকে রানার্স- আপ দল পাবে ১ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ টাকা। ম্যান অফ দা টুর্নামেন্ট সম্মানিত হবেন একটি ইলেকট্রিক স্কুটিতে। এছাড়া রয়েছে ওয়াশিং মেশিন ও সাইকেল পুরস্কার হিসাবে প্রতিটি ম্যাচেই ঘোষণা করা হচ্ছে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার। টুর্নামেন্ট কমিটির অন্যতম উদ্যোক্তা প্রলয় বন্দ্যোপাধ্যায় জানান, “গত বছর শুধুমাত্র পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। এ বছর তাতে যুক্ত হয়েছে আরও তিনটি জেলা। আগামী দিনের এই টুর্নামেন্ট শহর ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তে পরিচিতি ও সুনাম পাবে বলে আমরা আশাবাদী।”

দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গন এখন এই টুর্নামেন্ট কে ঘিরে কার্যত এক লোকাল ক্রিকেট ফেস্টিভ্যালে পরিণত হয়েছে। কেবল একটি ক্রিকেট প্রতিযোগিতা নয় টুর্নামেন্টের পেছনে আছে এক সুপরিকল্পিত রূপায়ণ। উদ্যোক্তাদের দাবি, শহরতলী ও জেলার প্রতিভাবান ক্রিকেটারদের চিহ্নিত করে সামনে আনার জন্য নিলাম পদ্ধতিতে নির্বাচন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ঠিক সকাল ন’টায়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts