spot_img
Tuesday, October 21, 2025
Durgapur
haze
33.2 ° C
33.2 °
33.2 °
46 %
3.1kmh
0 %
Tue
31 °
Wed
33 °
Thu
33 °
Fri
33 °
Sat
32 °
Homeদুর্গাপুরপ্রতিমা নয়, প্রতি 'মা'-তেই মা দুর্গা: কোক ওভেন থানার মানবিক উদ্যোগ

প্রতিমা নয়, প্রতি ‘মা’-তেই মা দুর্গা: কোক ওভেন থানার মানবিক উদ্যোগ

-

শারদীয়ার আগমনী হাওয়ায় উৎসবের আবহ শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। সেই আনন্দকে আরো বিশেষ করে তুলল দুর্গাপুর কোক ওভেন থানার এক অনন্য সমাজসেবামূলক উদ্যোগ। মঙ্গলবার সন্ধ্যায় কোক ওভেন থানা সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত এই কর্মসূচি সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটিয়ে দিল। কর্মসূচির মূল ভাবনা ছিল – “শুধু প্রতিমা নয়, প্রতি “মা”- তেই মা দুর্গা আছেন।” এই বার্তা সামনে রেখে প্রায় ৭০০ জন দুস্থ মহিলার হাতে শাড়ি ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। কোক ওভেন থানার সামাজিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায়, কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মো: মইনুল হক, এসিপি বুদবুদ, প্রাক্তন পুরো মাতা অঙ্কিতা চৌধুরী ও প্রিয়াংকি পাঁজা সহ  কোক ওভেন থানার অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা। মঞ্চে তাদের সকলকে সম্মান জানানো হয়। এ অনুষ্ঠান সম্পর্কে ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলেন বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে প্রান্তিক এলাকার মহিলাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ এক অনন্য উদ্যোগ।

অন্যদিকে কোক ওভেন থানার আধিকারি ভারপ্রাপ্ত আধিকারিক মো: মইনুল হক বলেন, এদিন এলাকার দুঃস্থ মহিলাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণের পাশাপাশি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৫০টি মোবাইল তার মালিকদের ফেরত দেওয়া হয়।

 এই অনুষ্ঠানে “ফিরে পাওয়া” প্রকল্পের মাধ্যমে প্রায় ৫০ জন নাগরিক তাদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনগুলি ফেরত পান। পাশাপাশি এদিন কোক ওভেন থানার অধীন নতুন চারটি দুর্গাপূজা কমিটির হাতে রাজ্য সরকারের তরফে দেওয়া এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহ: মইনুল হকের নেতৃত্বে এই উদ্যোগ শহরের মানুষের মন জয় করেছে। দুর্গাপুরে কোকো ওভেন থানার এই পদক্ষেপ দেখিয়ে দিল, পুলিশ শুধু আইনের রক্ষক নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের আস্থার নামও বটে। জনসাধারণের পাশে থেকে তাদের প্রয়োজন মেটানোই পুলিশের প্রকৃত পরিচয়। আর এই উদ্যোগ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts