ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেসেন্টেটিভস্ ইউনিয়নের ১৭তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। বৃহস্পতিবার দুপুরে এই সম্মেলনের মাধ্যমে ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয়। রাজ্য সম্পাদক সহ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ৯ জুলাই ধর্মঘটের সমর্থন করা হয়।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সুজিত মিশ্র বলেন,”ওষুধের ওপর জিএসটি বসিয়ে দাম বাড়ানো হচ্ছে। সমস্যার মুখে পড়ছে সাধারণ মানুষ। চিকিৎসা করাতে গিয়ে পথে বসতে হচ্ছে অনেককে। আমরা তারই প্রতিবাদ করছি। আগামী ৯ তারিখ ধর্মঘটের দিনেও প্রতিবাদ করা হবে। ওষুধের মূল্য বৃদ্ধি কমানোর জন্য জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান। প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ারও আবেদন করা হবে।”

সমরেন্দ্র দাস,Lcw India দুর্গাপুর