বৃহস্পতিবার সকালে পাণ্ডবেশ্বর কুমারডিহি গ্রামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা! উত্তেজনা এতটাই বেড়ে যায় যার ফলে পাণ্ডবেশ্বর ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে বিশাল পুলিশ বাহিনী পাঠাতে হয় ঘটনারস্থলে। বিক্ষুব্ধ ক্ষিপ্ত গ্রামবাসীরা এলাকায় বিভিন্ন দোকান, বাড়ি, বাইক ও গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ বাধা দিতে এলে পাল্টা পুলিশের উপর হামলা চালায় উত্তেজিত গ্রামবাসীদের একাংশ। উত্তেজিত জনতার ইটের আঘাতে জখম হয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার(পূর্ব) অভিষেক গুপ্তা সহ আরো চারজন পুলিশ কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত বছর ২২ এর পল্লব বাউরী নামে এক যুবকের সঙ্গে পাশের রুইদাস পাড়ার এক বিবাহিতা মহিলার অবৈধ সম্পর্ক ছিল। আগের দিন রাত্রে পল্লব ওই মহিলার বাড়িতে গিয়েছিল। কিন্তু বিষয়টি ওই মহিলার স্বামী দেখে ফেলায় তাকে ঘরে আটক করে রাখে। এরপরে দিন ভোর বেলায় কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ার ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ বাড়ির লোককে না জানিয়ে পুলিশ মৃত উদ্ধার করে নিয়ে চলে যাওয়ার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কে লাঠিচার্জ করতে হয় বলে জানা যায়। এরপর পুলিশ ঘটনায় অভিযুক্ত ওই মহিলা সহ তার স্বামীকে আটক করেছে। ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলেছেন অভিযোগ খতিয়ে দেখে আইন মোতাবেক সব রকমের ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর