পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর এলাকায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড(ECL )এর নির্ণয়মান প্রকল্পের একটি বড় জলাশয় থেকে রবিবার রাতে জোড়া শিশুর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খনি অঞ্চলে। মৃত দুই শিশুর নাম রোশন পাশওয়ান (১১) ও আদেশ কুমার (১০), উভয়ের বাড়ি অন্ডালের উখড়ার চনচনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বিকেলে রোশন ও আদেশ আরো পাঁচ বন্ধুর সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যায় অন্য তিনজন বাড়ি ফিরে এলেও নিখোঁজ থাকে রোশন ও আদেশ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে অন্ডাল থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনা প্রসঙ্গে মৃত রোশন পাসনের পিতা রোহিত পাষাণ জানান অন্যান্য দিনের মতো বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে এই বিপত্তি ঘটেছে, কিছু বুঝে উঠতে পারছিনা!

শ্যামসুন্দরপুর গ্রাম সংলগ্ন এলাকায় ই সি এল এর নির্ণয়মান রেললাইন পাতার কাজের জন্য খোঁড়া এক বিশাল জলাশয় থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত ওই জলাশয় পড়ে গিয়েছিল তারা এবং সেখান থেকে ঘটে মর্মান্তিক পরিনতি। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উখড়ার চনচনি ও শ্যামসুন্দরপুর গ্রামে। এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে।
ব্যুরো রিপোর্ট, LCW India অন্ডাল