দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের ধুনুরা প্লটে বুধবার সন্ধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সমাজসেবী রজত গড়াই ও প্রবীর গড়াইয়ের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।

এদিন ধুনুরা প্লটের চন্ডী মন্দিরের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী মোদির প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। পরবর্তীতে পথ চলতে মানুষ, রিক্সা, অটো ও টোটো চালকদের মধ্যে পায়েস বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তা রজত গড়াই জানান, দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী মোদির জন্মদিন কে স্মরণীয় করে রাখতে তারা এই উদ্যোগ নিয়েছেন।

মোদির জন্মদিন উপলক্ষে প্রায় এক হাজার মানুষের মধ্যে দিন পায়েশ পরিবেশন করা হয়। অনুষ্ঠানের স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এমন উদ্যোগে এলাকাজুড়ে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছিল।
সমরেন্দ্র দাস,Lcw India দুর্গাপুর