দুর্গোৎসবের প্রাক্কালে স্বচ্ছতা অভিযানে নামল দুর্গাপুরের কমলপুরে অবস্থিত NSMS DC র ছাত্র-ছাত্রীরা।

“স্বচ্ছতা শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, স্বচ্ছ ভারতই এগিয়ে চলার অঙ্গীকার”—এই বার্তাকে সামনে রেখে দুর্গাপুরের কমলপুরের একটি বেসরকারি কলেজের পলিটেকনিক, ফার্মাসি ও নার্সিং বিভাগের পড়ুয়ারা বিশেষ উদ্যোগ নিল। সম্প্রতি তারা নাচন, বাঁশিয়া, প্রতাপপুর ও কালিকাপুর গ্রামে যৌথভাবে স্বচ্ছতা অভিযান চালায়।

এই অভিযানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা গ্রামের বিভিন্ন এলাকায় প্লাস্টিক, নোংরা ও আবর্জনা পরিষ্কার করে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে তারা জানায়, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দায়িত্ব কেবল সরকারের নয়, প্রতিটি নাগরিকের। স্বচ্ছ ভারত অভিযানের মূল লক্ষ্য হল পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, আর সেই লক্ষ্য পূরণে এই তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়। এদিনের এই উদ্যোগ শুধু গ্রামের পরিবেশকে পরিচ্ছন্ন করল না, বরং সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিল—স্বচ্ছ ভারত মানে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এটি এক অঙ্গীকার, এগিয়ে যাওয়ার নতুন পথ। তরুণ প্রজন্ম যদি এই ভাবনাকে সঙ্গে নিয়ে এগোয়, তবে সত্যিই ‘স্বচ্ছ ভারত’-এর স্বপ্ন একদিন বাস্তব রূপ পাবে।