spot_img
Friday, April 18, 2025
Homeদুর্গাপুর১৩ দফা দাবিতে ডিএসপি ইডি (ওয়ার্কস) কার্যালয়ে বিক্ষোভ HSWU র

১৩ দফা দাবিতে ডিএসপি ইডি (ওয়ার্কস) কার্যালয়ে বিক্ষোভ HSWU র

-

দুর্গাপুর ইস্পাত নগরীর রাস্তাঘাট মেরামত ৩৯ মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়া ঠিকাস শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ ১৩ দফা দাবিতে শুক্রবার সকালে আইএন টিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন দুর্গাপুর ইস্পাত কারখানার ই ডি (ওয়ার্কস) কার্যালয় সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন এই প্রতিবাদ বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত। রজত দীক্ষিত বলেন টাউনশিপের রাস্তাঘাটের বেহাল দশা এর ফলে নিত্যদিন দুর্ঘটনা বেড়ে চলেছে। এন জি সি এস এর মৌ চুক্তির হওয়ার বকেয়া গুলো কর্তৃপক্ষ এখনো দিচ্ছে না 39 মাসের বকেয়া এরিয়ার এর টাকা এখনো পায়নি শ্রমিকরা।

এই এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার, রবিন গাঙ্গুলী, কৌশিক ব্যানার্জি, রানা সরকার, সজল মুখার্জী ও ও শান্তনু ভট্টাচার্য সহ হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন একটি প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত সংস্থার ইডি (ওয়ার্কস) ডা: কে রামা কৃষ্ণানের হাতে দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। তিনি স্মারকলিপিটি গ্রহণ করে শ্রমিকদের দাবিগুলি বিবেচনার সাথে সমাধানের আশ্বাস দিয়েছেন। শ্রমিক সংগঠনের দাবি অবিলম্বে তাদের ন্যায্য দাবি গুলি কর্তৃপক্ষ মেনে না নিলে আগামী দিনে দিল্লি চলো ডাক দিয়েছেন।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts