Trending News... Latest Updates

প্রথম করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ী ফিরলেন ,খুশি শিল্পাঞ্চল বাসী।

0 594

LCW India , Durgapur: সারা দেশে যখন করোনা আক্রান্ত বেড়ে চলেছে আর সেই সঙ্গে বেড়ে চলেছে মৃত্যু। তখনই আসানসোলের গোধূলি মোড়ের বাসিন্দা ৪০বছর বয়সী পুরুষ রোগী ৬ ই এপ্রিল আসানসোল সরকারী হাসপাতাল থেকে দুর্গাপুরে সরকার নির্ধারিত COVID 19 হাসপাতাল সানোকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।৪ ই এপ্রিল ওই ব্যাক্তির নমুনাতে করোনা সংক্রমণ ধরা পড়ে।৭দিন সরকার নির্ধারিত হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৩ ই এপ্রিল নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়।কলকাতার ICMR-NICED, থেকে রিপোর্ট নেগেটিভ আসে।এরপর পুনরায় ১৫ ই এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়,এবারও ফল নেগেটিভ আসে পরপর দুবার নেগেটিভ ফল আসায় ১৬ ই এপ্রিল তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। এরপর ওই ব্যক্তি কে ১৪ দিন তার বাড়িতে হোম কোয়ারেন্টাই নে থাকার পরামর্শ দেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা ও পশ্চিম বর্ধমানের C.E.O.H. এর পক্ষ থেকে।
এই খবর সম্প্রচার হতেই খুশির হাওয়া শিল্পাঞ্চল বাসীর মধ্যে।।

Leave A Reply

Your email address will not be published.