আজ ২০শে আগস্ট রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৮২ তম জন্মদিবস উপলক্ষে মর্মর মূর্তি স্থাপন ও ডেঙ্গু প্রতিরোধ দুঃস্থ মানুষদের মধ্যে মশারি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দুর্গাপুর অশোক এভিনিউ রোডে সানডে ক্লাবের বিপরীতে। এই অনুষ্ঠানের সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায় এর উপস্থিতিতে।

এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় সকাল ৮ ঘটিকায় অরবিন্দু এভিনিউ থেকে সম্প্রীতি মশাল দৌড় দিয়ে, পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত এবং মূর্তি উন্মোচন করেন আজকের সভার সভাপতি তরুণ রায়, একই সঙ্গে শুকদেব বিশ্বাস জাতীয় ক্রীড়াবিদকে সমর্ধিত করা হয় ও তাম্রপত্র প্রাপক স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় রাজেশ্বর চক্রবর্তীকে সম্মান জানানো হয় তার পুত্রের হাতে স্মারক তুলে দিয়ে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদেব রায়, হিন্দুস্তান ওয়ার্কার্স ইউনিয়নের আইএনটিউসির সহ-সভাপতি রানা সরকার, হিন্দুস্তান ওয়ার্কার ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত,তুষার ঘোষ এবং অসীম সাহা প্রমুখো নেতৃত্ববৃন্দ। ডেঙ্গু প্রতিরোধে শতাধিক দুঃস্থ পুরুষ মহিলাদের মশারী বিতরণ করা হয়। তরুণ রায় বলেন,আজকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজীর জন্য সারা বিশ্ব হাতের মুঠো এসেছে প্রত্যেকে দেখছেন সমাজ মাধ্যমে আজকে যেই সরকারে থাকুক না কেন রাজিব গান্ধীর দেখানো পথ অনুসরণ করতে হবে, আজকে রাহুল গান্ধীর লড়াই এ সমস্ত দেশবাসীকে প্রতিশ্রুতি দিতে হবে একজন মানুষ একটাই ভোট দিতে পারবে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর