spot_img
Tuesday, September 2, 2025
Durgapur
broken clouds
25.2 ° C
25.2 °
25.2 °
94 %
3.6kmh
84 %
Wed
31 °
Thu
32 °
Fri
33 °
Sat
33 °
Sun
33 °
Homeদুর্গাপুররাম নবমী উপলক্ষে পুজোপাঠ,হোম যজ্ঞ ও ভোগের আয়োজন, পরিচালনায় ওম সাঁই রাম...

রাম নবমী উপলক্ষে পুজোপাঠ,হোম যজ্ঞ ও ভোগের আয়োজন, পরিচালনায় ওম সাঁই রাম ট্রাস্ট ও রয়েল ব্রাদার্স

-

আজ ২৩ শে চৈত্র, রবিবার রাম নবমী। আরে এই উপলক্ষে সারাদেশে  সনাতনী হিন্দুরা রামনবমী উৎসব মাতোয়ারা হয়েছেন। সেইমতো দুর্গাপুরে চন্ডীদাস এভিনিউতে সমাজসেবী পারিজাত গাঙ্গুলীর উদ্যোগে ওম সাঁই রাম ট্রাস্ট ও রয়েল ব্রাদার্সের পরিচালনায় রামনবমী উৎসব পালিত হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, বিজেপি নেতা অভিজিৎ দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং পরিচালন কমিটির সদস্যরা। সেদিন সকাল থেকেই শ্রীরামচন্দ্রের পূজা অর্চনার পাশাপাশি হোম যজ্ঞ ও সারাদিন ধরে চন্ডী পাঠের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে এসে বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই তরবারি পূজা করে বলেন, আজ সারা বাংলায় হিন্দুরা অসুরক্ষিত। রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। তিনি আরো বলেন, “বিভিন্ন সময়ে আমরা দেখেছি দুষ্টের দমন করতে দেবতারা অস্ত্র নিয়েছেন, সেই মতোই আজ বাংলাকে সুরক্ষিত রাখতে অস্ত্র তুলে নিয়েছি”।

অন্যদিকে রাম নবমী উৎসব উদযাপিত করে পঞ্চম বর্ষে শ্রী রামচন্দ্রের আয়োজন করে সমাজ সেবী পারিজাত গাঙ্গুলী জানায়, বিগত বছরগুলির ন্যায় এবারও পূজোর পাশাপাশি দর্শনার্থী ও ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয়েছে।পুজো পাঠের পাশাপাশি ২ হাজার লোকের ভোগের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে বিকেল বেলায় একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। এছাড়াও রামনবমী উৎসব উপলক্ষে আগামী ৮ ই এপ্রিল,২০২৫, দুর্গাপুরের চিত্রালায় মেলা ময়দানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মিউজিক কার্নিভালের আয়োজন করা হবে। উক্ত মিউজিক কার্নিভালটিকে সর্বাত্মকভাবে সাফল্যমন্ডিত করে তুলতে দুর্গাপুর তথা পার্শ্ববর্তী এলাকার সমস্ত সনাতনী হিন্দুদের উপস্থিতি ওম সাঁই রাম ট্রাস্ট ও  রয়েল ব্রাদার্সের সদস্যরা একান্ত ভাবে কামনা করে।

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts