আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় সাইবার ক্রাইমের দ্বারা যে সমস্ত মানুষ প্রতারিত হয়েছেন এবং যে সমস্ত মানুষজনের মোবাইল খোয়া গেছিল, নিউ টাউনশিপ থানার পক্ষ থেকে সেগুলি উদ্ধার করে তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এডিপিসি’র পক্ষ থেকে ফিরে পাওয়া কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, সি আই রণবীর বাগ, এনটিএস থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ অন্যান্য আধিকারিকরা।

এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন আজ ফিরে পাওয়া কর্মসূচিতে বেশ কিছু খোয়া যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ও সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। তিনি এদিন উপস্থিত মানুষজনকে সাইবার প্রতারণার বিষয়ে সচেতন করেন। এদিন মোট চার লক্ষ টাকা ও ১৫ টি মোবাইল ফোন তাদের মালিকদের ফেরত দেওয়া হয়।