দুর্গাপুরে বি জোনের খ্যাতনামা “রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাব” বছর নবম বর্ষ পদার্পণ করল তাদের শ্রী শ্রী গনেশ পূজো। এবারের থিমে ধরা দিয়েছে রাজকীয় ছোঁয়া –“কোচবিহারের রাজবাড়ি”র আদলে নির্মিত হয়েছে মন্ডপ। যার সঙ্গে মানানসই ভাবে রাখা হয়েছে সাবেকি গণেশ প্রতিমা। মঙ্গলবার সন্ধ্যায় মন্ডপের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌরনিগমের প্রশাসক মন্ডলী সদস্যা রাখি তেওয়ারি, সদস্য দীপঙ্কর লাহা, প্রাক্তন পুরোমাতা মনি দাশগুপ্ত, বিশিষ্ট উদ্যোগপতি রামকৃষ্ণ মুখার্জী সমাজসেবী বান্টি সিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের উজ্জ্বল উপস্থিতিতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সূচনা হয় পুজোর আনুষ্ঠানিকতা। পূজো উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে প্রায় ২০০ অসহায় মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। ক্লাব সদস্য প্রিন্স দে। জানায় শুধু পুজো নয় সমাজ সেবামূলক কাজের মাধ্যমেও আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই।

একই সুর শোনা গেল আড্ডার চেয়ারম্যান কবি দত্তের কন্ঠেও। তিনি বলেন, “এমন সুন্দর উদ্যোগ না এলে জানতেই পারতাম না”। ক্লাব সদস্যদের কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে।

শুধু তাই নয় পূজাকে কেন্দ্র করে অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান। যা এলাকাবাসীর মনোরঞ্জনে বিশেষ মাত্রা যোগ করেছে। পুরো আয়োজনই যেন আভাস দিচ্ছে আর মাত্র ক’টা দিনের অপেক্ষা, তারপরেই দেবী উমার আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠবে সমগ্র শহর।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর