দূর্গাপুর ক্লাব স্যানটোসের পরিচালনায় ষষ্ঠ বর্ষের “রেড উইন্টার কাপ” নক আউট ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনের ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে শালতোড়া গ্রাম পঞ্চায়েত সমিতি ফুটবল একাডেমি এবং রেহান ফুটবল একাডেমি দুর্গাপুর। দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আক্রমণে যায় শালতোড়া ফুটবল একাডেমী। এরপর সেই আক্রমণকে প্রতিহত করে সঙ্গবদ্ধ আক্রমনে প্রথম গোল করে এগিয়ে যায় রেহান ফুটবল একাডেমি। এরপর চলতে থাকে মুহুর্মুহু আক্রমণ। খেলার প্রথমার্ধে চলে আসে রেহান ফুটবল একাডেমির দ্বিতীয় গোল, পরপর দুটি গোল করে বিদেশি খেলোয়াড় স্টিফেন।

এর ফলে খেলার প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় রেহান ফুটবল একাডেমি। বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বেশ কয়েকটি আক্রমণ হানে শালতোড়া ফুটবল একাডেমি। কিন্তু রেহান ফুটবল একাডেম ির দুর্ভেদ্য ডিফেন্স লাইন ভাঙতে পারেনি তাঁরা। ফলে দ্বিতীয়ার্ধের শেষে রেহান ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এই ম্যাচে ম্যান অফ ম্যাচ হয় রেহান ফুটবল একাডেমির বিদেশি খেলোয়াড় স্টিফেন। টানটান উত্তেজনাপূর্ণ উপভোগ্য এই ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন হাজার হাজার ফুটবল উৎসাহী দর্শক।

২৭শে ডিসেম্বর এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় অংশগ্রহন করতে মাঠে নামবে কৌস্তুভি ৩৬৯ নেপালি পাড়া ও হেমব্রম হান্টার্স, ঠিক দুপুর আড়াইটা।
সমরেন্দ্র দাস, LCW India দুর্গাপুর

