আজ ২৬ শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনটিতে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার পর থেকে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হয়ে ওঠে। সেই থেকেই সারা দেশ জুড়ে এই দিনটিতে প্রতি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে আসছে। সেইমতো দুর্গাপুরের ১২নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের বর্ষার নেতা বীরেন ব্যানার্জি, প্রাক্তন পুরোমাতা ববিতা মুখার্জি, ওয়ার্ড সভাপতি হীরালাল সাহা, ১২ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখার্জি, বিশিষ্ট সমাজ সেবী শেখ শাহাবুদ্দিন, শেখ আতাহার, শেখ মানিক, অমিয় মুখার্জি সহ ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা। জাতীয় পতাকা উত্তোলনের পর ১২ নম্বর ওয়ার্ড আমরাই গ্রামের বর্ষিয়ান তৃণমূল নেতা বীরেন ব্যানার্জি বলেন ভারত বর্ষ জাতি ধর্ম নির্বিশেষে একই সাথে দেশের জন্য উন্নতির জন্য এগিয়ে চলেছে এটা পৃথিবীর ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে।
এ দিন সকালে আমরাই গ্রামে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর সেনানিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর সেখান থেকে আমরাই মোড়ের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী ও মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এরপর উপস্থিত সকলকে ও পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর