spot_img
Wednesday, November 19, 2025
Durgapur
haze
28.2 ° C
28.2 °
28.2 °
36 %
1.5kmh
0 %
Wed
29 °
Thu
29 °
Fri
29 °
Sat
29 °
Sun
29 °
Homeদুর্গাপুররেজাংলার বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে দুর্গাপুরে বাইক র‍্যালি

রেজাংলার বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে দুর্গাপুরে বাইক র‍্যালি

-

১৯৬২ সালের ভারত চীন যুদ্ধের ঐতিহাসিক রেজাংলা যুদ্ধে বীর সেনানিদের স্মরণে আজ দুর্গাপুরের ড় আকারের এক বাইক র‍্যালির আয়োজন করা হয়। দুর্গাপুর যদুবংশ সেবা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই র‍্যালি রেজাংলা শৌর্যদিবস উপলক্ষে আয়োজন করা হয়। ১৯৬২ সালের ১৮ ই নভেম্বর মেজর শয়তান সিংহের নেতৃত্বে মাত্র একশো কুড়ি জন ভারতীয় সৈন্য রেজাংলার মালভূমিতে প্রায় ৫০০০ বিরুদ্ধে লড়াই করে তিনাদের অগ্রযাত্রা প্রতিরোধ করেছিল। সেই যুদ্ধে ১২০ জন বীর জওয়ান এর মধ্যে ১১০ জনই শহীদ হন। 

যুদ্ধক্ষেত্রে বরফের মধ্যে থেকে তাদের দেহ বন্দুকসহ অবস্থায় পাওয়া যায়। ভারতীয় সেনা ইতিহাসে এটি এক অনন্য সাহসিকতার ঘটনা হিসেবে স্বীকৃত, পরবর্তীতে মেজর শয়তান সিংকে মরণোত্তর “পরমবীর চক্র” দেওয়া হয়। ১৮ ই নভেম্বর মঙ্গলবার এই স্মৃতিচারণ মূলক বাইক র‍্যালিটি ওল্ড কোর্ট মোড় থেকে শুরু হয়ে কাদারোড, ভিরিঙ্গি মোড়, বেনাচিতি বাজার, পাঁচমাথা মোড় হয়ে ৫৪ ফুটের রাঁচি কলোনির মধ্যে দিয়ে সিটি সেন্টারে এসে শেষ হয়। র‍্যালিতে শতাধিক যদুবংশ সেবা সমিতির সদস্য ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যদুবংশ সেবা সমিতির সভাপতি ভোলা যাদব জানান, “মর্যাদাহীন চ্যালেঞ্জের মুখে পড়েও রেজাংলার ১২০ জন বীর ৫ হাজার চীনা সৈন্যকে থামিয়ে দিয়েছিল। তাদের বীরত্ব ভারতের এক গৌরব গাথা। সেই গৌরবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আজকের এই উদ্যোগ।”

র‍্যালিতে জাতীয় পতাকা, বীর শহীদদের ছবি ও পোস্টার নিয়ে একে অপরকে উদ্বুদ্ধ করতে দেখা যায়, শহরবাসীর নজর কাড়ে এই স্মরনযাত্রা। এই বাইক র‍্যালি’র মাধ্যমে শহীদদের দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের সেই বীরগাথাকে নতুন করে স্মরণ করলো দুর্গাপুর।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts