spot_img
Sunday, September 7, 2025
Durgapur
haze
30.2 ° C
30.2 °
30.2 °
84 %
1.5kmh
40 %
Sun
33 °
Mon
35 °
Tue
35 °
Wed
35 °
Thu
31 °
Homeদুর্গাপুরগালিগালাজের প্রতিবাদ করায় মাথায় রড মেরে খুন প্রতিবাদীকে

গালিগালাজের প্রতিবাদ করায় মাথায় রড মেরে খুন প্রতিবাদীকে

-

মদ্যপ অবস্থায় গালিগালাজ! প্রতিবাদ করায় মাথায় রড দিয়ে মেরে খুন প্রতিবাদীকে! দুর্গাপুরে ৩০ নম্বর ওয়ার্ডের ভগৎপল্লীর এই ঘটনায় অভিযুক্ত থানায় এসে আত্মসমর্পণ করে।কুড়ি দিন পর মঙ্গলবার সন্ধ্যায় কাজ সে বাড়ি ফিরছিল বছর ৪৬ এর ট্যাংকার চালক যীশু কুমার। দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের অধীন ভগৎ পল্লী এলাকার বাসিন্দা ছিলেন যীশু কুমার। ঘটনার সূত্রপাত কোক ওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া গ্রামে চারমাথা মোড়ে গাছের তলায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল পিন্টু বাউরী নামে এক যুবক, সেই সময় যীশু কুমার এর প্রতিবাদ করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুজনে, শেষে লোহার রড দিয়ে যীশুর মাথায় আঘাত করে মদ্যপ অবস্থায় থাকা পিন্টু বাউরী।

ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যীশু কুমার। এরপর তড়িঘড়ি স্থানীয় লোকজন সেখানে পৌঁছে আহত যীশু কুমারকে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পাশাপাশি স্থানীয়রা খবর দেয় স্থানীয় কোক ওভেন থানায়। এরপর ঘন্টাখানেক পর খবর আসে যীশুর মৃত্যু হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানায় প্রতিবাদ করায় এই ধরনের মর্মান্তিক ঘটনার শিকার হতে হলো। তার পরিবারে যীশুর পরিবারে ছোট ছোট কন্যা ও পুত্র রয়েছে এখন তাদের দেখাশোনার ভার কে নেবে? এই ধরনের অমানবিক ঘটনার নিন্দা করেছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত পিন্টু বাউরির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে । মারাত্মক এই অমানবিক ঘটনায় থমথমে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডের ভগৎ পল্লী এলাকা । শোকস্তব্ধ নিহত যীশুর পরিবারের লোকজন। অবস্থার বেগতিক বুঝে সশরীরে থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত পিন্টু বাউরী। যদিও কোন প্রতিক্রিয়া দিতে চায় নি অভিযুক্ত পিন্টু বাউরি। এরপর অভিযুক্ত পিন্টু বাউরী র নামে থানায় লিখিত অভিযোগ জানায়। বুধবার সকালে পুলিশ অভিযুক্ত পিটু বাউরিকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে পেশ করা হয়েছে। অন্যদিকে পুলিশ প্রশাসনকে আরো সচেতন হওয়ার দাবী জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts