রাজ্যে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। আজ অর্থাৎ বৃহস্পতিবার ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা। দুর্গাপুরে নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের পরীক্ষা শেষে দেখা গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের উচ্ছ্বাস ও উন্মাদনা।তাদের মধ্যে কেউ বসন্ত উৎসবে মেতে উঠল আবীর খেলায়। আবার কেউ সহ পাঠীদের সঙ্গে সেলফি তোলায় মেতে উঠলো। এদিন মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ঝটিকা সফরে আসেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের এসে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বলেন পশ্চিম বর্ধমান জেলায় সব জায়গায় খুব ভালো ব্যবস্থাপনা ছিল। যেখানে প্রায় ১০ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

তিনি আরো বলেন জেলা ও রাজ্য প্রশাসন সহ শিক্ষা দপ্তরের মন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তাদের কাজের পরামর্শ দিয়েছেন সেভাবেই সমস্ত কিছু তৈরি করা হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে যেটুকু করণীয় সেটাই করা হয়েছে। প্রতিবছরের ন্যায় পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করা হয়। এর থেকে আগামী দিনে ইমপ্রুভমেন্টের একটা জায়গা তৈরি হয় এবং পরবর্তীকালে তার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে সুবিধা হয়।
সমরেন্দ্র দাস, Lcw দুর্গাপুর