৪ঠা নভেম্বর দুর্গাপুর মহকুমা আদালতে অনুষ্ঠিত হয় বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এবারে নির্বাচনের মুখ্য প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রাক্তন সভাপতি ও সরকারি পিপি দেবব্রত সাঁই এবং আইনজীবী সঞ্জীব কুন্ডুর মধ্যে। ভোট গণনার পর স্পষ্ট হয়ে যায় হেভি ওয়েট প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবব্রত সাঁইকে হারিয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন সঞ্জীব কুন্ডু। সূত্রের খবর দুর্গাপুরে বার অ্যাসোসিয়েশনের ইতিহাসে, এবারই প্রথম কোন প্রার্থী সভাপতি পদে এত বেশি ভোটে পরাজিত হলেন। এই নির্বাচনে সঞ্জীব কুন্ডু প্রাপ্ত ভোট ৪৭৪।

দেবব্রত সাঁইয়ের প্রাপ্ত ভোট ২৪৭। অর্থাৎ ২২৭ ভোটের মাধ্যমে জয়ী হয়ে বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হলেন সঞ্জীব কুন্ডু। নির্বাচনের জয়ী হয়ে উচ্ছ্বসিত সঞ্জীব কুন্ডু বলেন, “এবারে নির্বাচন হয়েছে হুমকি সংস্কৃতি, দুর্নীতি, স্বজনপোষণ এবং আত্মঅহংকারের বিরুদ্ধে।”

এই জয়ের মধ্যে দিয়ে সঞ্জীব কুন্ডু দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সভাপতি হওয়ার নজির গড়লেন। এদিকে পরাজয়ের পর আগামীদিনে দেবব্রত সাঁই সরকারি ইনচার্জ পদে থাকবেন কিনা, তা নিয়ে শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়েছে জোর জল্পনা।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

