spot_img
Friday, January 9, 2026
Durgapur
clear sky
10.8 ° C
10.8 °
10.8 °
46 %
3.3kmh
3 %
Fri
24 °
Sat
25 °
Sun
27 °
Mon
27 °
Tue
25 °
Homeদুর্গাপুরসেভ ড্রাইভ সেভ লাইফ- সরস্বতী পুজোর মাধ্যমে পথ নিরাপত্তার বার্তা

সেভ ড্রাইভ সেভ লাইফ- সরস্বতী পুজোর মাধ্যমে পথ নিরাপত্তার বার্তা

-

দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোনের চন্ডিদাস এলাকার বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজো এবার অভিনব উদ্যোগ “সেফ ড্রাইভ সেভ লাইফ”– সামাজিক সচেতনতার থিমকে সামনে রেখে শুরু হল পুজোর প্রস্তুতি। আট বছরের পদার্পণ করতে চলেছে এই পুজো। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খুঁটি পূজোর মধ্যে দিয়ে সূচনা হয় উদ্যোগে আনুষ্ঠানিক প্রস্তুতির। পূজায় উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য বান্টি সিং, মানস অধিকারী ও পূর্ণেন্দু চট্টরাজ সহ ক্লাবের সদস্যরা। সমাজসেবী দেবাংশু রায়ের উদ্যোগে এই সরস্বতী পূজোর আয়োজন ও পরিচালনা করা হচ্ছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনার প্রেক্ষিতে মানুষকে সচেতন করতেই এই থিম নির্বাচন করা হয়েছে। সুরক্ষিতভাবে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং মানুষের জীবন বাঁচানোর বার্তায় থাকবে পূজার মুল আকর্ষণ।

অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানষ অধিকারী বলেন, “এই থিমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রথম নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়বে।”

প্রতিবছরের মত এবারও পুজোর দিনগুলিতে অসহায় মানুষদের শীত বস্ত্র প্রদান ও নানান সামাজিক অনুষ্ঠান, বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন। চার দিনব্যাপী সরস্বতী পূজার উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি ও উৎসবের আমেজে মাতোয়ারা হবে গোটা এলাকার মানুষজন। ধর্মীয় উৎসবের সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরতেই বিবেকানন্দ ক্লাবের এই উদ্যোগ গুলোর জানিয়েছেন পুজো কমিটি।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts