শুরু হয়ে গেছে দুর্গাপুরের ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত “প্রগতি অ্যাথলেটিক ক্লাবে”র পরিচালনায় “ধুনুরাপ্লট প্রিমিয়ার লিগ” ২০২৫, সিজন ফোর। ৫ দিন ধরে চলা লিগ পর্যায়ের এই ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা আগামী ৬ই মে মঙ্গলবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ঝলমলে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন ছটি করে ম্যাচ থেকে একটি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করছে। চতুর্থ বর্ষের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে টুর্নামেন্ট কমিটির সদস্য বিপ্লব ব্যানার্জি জানান দুর্গাপুর মহকুমার ১৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। দর্শক ও ক্রিকেটারদের ক্লান্তির কথা ভেবে ফ্লাড লাইটে এই খেলা প্রস্তুত হচ্ছে।

আগামী ৬ই মে “ধুনুরা প্লট প্রিমিয়ার লিগ” ক্রিকেট টুর্নামেন্টের দুটি মেগা সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে রানার্স দলের জন্য থাকছে ৬৬ হাজার ৬শো ৬৬ টাকা ও সুদৃশ্য ট্রফি এবং উইনার্স দলের জন্য ছাড়ছে ৭৭ হাজার ৭ শো ৭৭ টাকা ও সুদৃশ্য ট্রফি। এছাড়াও প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার ছাড়াও রয়েছে ম্যান অফ দা টুর্নামেন্ট, বেস্ট উইকেট টেকার, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার সহ বিভিন্ন ধরনের পুরস্কার। চূড়ান্ত পর্যায়ের খেলার আগে অনুষ্ঠিত হবে আতশবাজির প্রদর্শনী সহ আকর্ষণীয় বেশ কিছু অনুষ্ঠান যা ক্রমশ প্রকাশ্য বলে জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। নৈশালোকে ধুনুরা প্লট প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের খেলা গুলি দেখতে প্রতিদিন মাঠে ভিড় জমাচ্ছেন ক্রীড়া উৎসাহী ক্রিকেটপ্রেমী মানুষজন।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর