অন্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়ির অধীন পরাসকোল এলাকায় কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরাষ্কোল এলাকায় পদ্মাবতী মন্দিরের নিকটে একটি কুয়া থেকে উদ্ধার হয় পঞ্চান্ন বছর বয়সি কানাই লোহার নামে এক ব্যক্তির। মৃত ব্যক্তি আই সি এল এর জামবাদ কোলিয়ারিতে সিনিয়র ফিটার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। মৃতের ছেলের অভিযোগ তার বাবাকে খুন করে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে।

আরো জানান তার বাবা সোমবার গ্রাম থেকে এসে ডিউটি গিয়েছিলেন ডিউটি শেষ হওয়ার পর সোমবার দুপুর বারোটা নাগাদ শেষবারের মতন তার সাথে ফোনে কথা হয়েছিল। এর পরে আর কোন কথা হয়নি। তাদের বক্তব্য মৃত কানাই বাবু ছিল ঋণগ্রস্ত ছিল। সেখানকার ফাইনান্স এর লোকজন তাকে ঋণের টাকা দেওয়ার জন্য রীতিমতন হুমকি দিতেন। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানান তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন এবং পরবর্তীতে পরিবারে লোকজন এসে মৃতদেহ সনাক্ত করে।

ঘটনার খবর পেয়ে বনবহাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকান্ড তার খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

ব্যুরো রিপোর্ট, Lcw India অন্ডাল