সম্প্রতি দুর্গাপুরে ১১ নম্বর ওয়ার্ডে শহীদ ক্ষুদিরাম স্মৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল এক রাত্রি ব্যাপি “শহীদ ক্ষুদিরাম নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ১৫ তম বর্ষে এই টুর্নামেন্টকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা, বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং, দেবাংশু রায় সহ অন্যান্যরা। এই টুর্নামেন্ট প্রসঙ্গে দীপঙ্কর লাহা বলেন শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন এ ধরনের একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

অন্যদিকে টুর্নামেন্ট প্রসঙ্গে ক্লাব সদস্যরা জানালেন বিপদে চৌদ্দ বছর ধরে এই দিনটিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে, এ বছর ১৫ তম বর্ষে পদার্পণ করল।

টুর্নামেন্টের শুরুতে প্রথমে ১১ নম্বর ওয়ার্ডে যে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল তার চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। শহীদ ক্ষুদির াম ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মোট ১৬টি খ্যাতনামা দল অংশগ্রহণ করে। শুরু থেকেই দলের মধ্যে খেলায় ছিল টানটান উত্তেজনা। একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে রুদ্রনীল 5 স্টার এবং ত্রিনয়নী ক্লাব চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত পর্যায়ে খেলতে নেমে দুই দলের ফুটবলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই প্রদর্শিত হয়। এরপর আগুনের মত জ্বলে ওঠে রুদ্রনীল 5 স্টার। তার ফলস্বরূপ চারটি গোল হজম করতে হয় ত্রিনয়নী ক্লাবকে। নির্ধারিত সময়ে পর খেলা শেষ বাঁশি বাজায় রুদ্রনীল ফাইভ স্টার ক্লাব ৪-০ গোলে জয়ী হয়ে ২০২৫ এর শহীদ ক্ষুদিরাম ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। চূড়ান্ত পর্যায়ে খেলার শেষে রানার্স এবং উইনার্স দলের হাতে নগদ পুরস্কার এবং ট্রফি দেওয়ার পাশাপাশি অন্যান্য পুরস্কার গুলি দেওয়া হয়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর