spot_img
Tuesday, January 6, 2026
Durgapur
clear sky
11.1 ° C
11.1 °
11.1 °
40 %
3kmh
0 %
Wed
25 °
Thu
25 °
Fri
25 °
Sat
26 °
Sun
25 °
Homeফুটবল২-০ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে সিং ব্রাদার্স

২-০ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে সিং ব্রাদার্স

-

শুরু হয়ে গেল দূর্গাপুর ক্লাব স্যানটোসের পরিচালনায় এবং রেড এফ এমের সহযোগিতায় ষষ্ঠ বর্ষের “রেড উইন্টার কাপ” নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬। ২৫ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে অয়ন্তিকা ফ্রেন্ডস এবং সিং ব্রাদার্স। এই ম্যাচে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন কাউন্সিলর ছবি নন্দি, বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সকল অতিথিদের সম্বর্ধনা জানানোর পর শুরু হয় প্রথম দিনের খেলা। খেলার শুরুতে কয়েক মিনিটের মধ্যেই একটি গোল করে এগিয়ে যায় সিং ব্রাদার্স। এরপর আবারো আক্রমণে গিয়ে সিং ব্রাদার্সের প্রথম গোলদাতা বিজয় আরোও একটি গোল করে ব্যবধান দাঁড়ায় ২-০। বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শেষে সিং ব্রাদার্স ২-০ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এই ম্যাচে ম্যান অফ ম্যাচ হয় সিং ব্রাদার্সের আক্রমণ ভাগের খেলোয়াড় বিজয়। মাঠে উপস্থিত কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেন খেলাটি।


২৬ শে ডিসেম্বর এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় অংশগ্রহন করতে মাঠে নামবে রেহান ফুটবল একাডেমি ও শালতোড়া গ্রাম পঞ্চায়েত ফুটবল একাডেমি।

সমরেন্দ্র দাস, ৯৯ নিউজ দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts