বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাজ্যের প্রতিটি প্রান্তে ৮ থেকে ৮০ সকলে মাতোয়ারা হয়ে ওঠে দুর্গোৎসবের আনন্দে। সেই উপলক্ষে শারদ উৎসবকে সামনে রেখে যান চলাচলের করার নিয়ন্ত্রণ আনলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শুক্রবার সকালে ট্রাফিক দপ্তরের আধিকারিক আসানসোলের পরিবহন দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন বেসরকারি পরিবহন সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্রাফিক ডিসি ভি জি পাশুমার্থী জানান, দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের নির্দেশ যাতায়াত নিশ্চিত করতে একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় গ্যাস কাঁচা সবজি ও দুধের গাড়ি ছাড়া অন্য কোন ভারী যান চলাচল করতে পারবে না। ইট বালি ও পাথর বোঝাই ট্রাক গুলোর ওপর বিশেষভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বাইরের রাজ্য থেকে আসা ট্রাকগুলোকে নির্দিষ্ট জায়গায় দাঁড় করানো হবে এবং নির্ধারিত সময় পার হলে তবেই ছাড়া হবে। তিনি আরো জানান মুম্বাই রোড ও ডানকুনি রোডে বিশেষ টিচার ছাড়া কোন বাস চলাচল করতে পারবে না মহালয়ের দিন ও কুমারী পূজার দিনে ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত যান নিয়ন্ত্রণ থাকে।

অন্যান্য দিনের দুপুর সাড়ে বারোটা থেকে রাত দুটো পর্যন্ত ভারী যান চলাচল বলবৎ থাকবে। এছাড়াও কার্নিভালের দিন গোটা শহরগুলো থাকবে করা ট্রাফিক নিয়ন্ত্রণ এমনটাই জানিয়েছেন ডিসি ট্রাফিক।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে যান চলাচলের এই সূচী মেনে চললে অতি সহজেই চলাচল করতে পারবে সাধারণ মানুষ।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

