১৮ই জুলাই দুর্গাপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই প্রযুক্তিতে এখন ব্যস্ত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সেই উপলক্ষে শুক্রবার সকালে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব অ্যালয় স্টীলস স্টেডিয়াম ও নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকরা।

এছাড়াও এদিন পরিদর্শনে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই, জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য গাঙ্গুলী ও অন্যান্য দলীয় নেতৃত্ব সঙ্গে ছিলেন ভারত সরকারের দুই সংস্থা গেইল এবং সেলের আধিকারিকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্রপুর বলেন ২০১৯ সালে মোদীজি এই মাঠে এসেছিলেন। ৬ বছর বাদে আবার তিনি এই মাঠেই আসছেন।

দুর্গাপুরবাসীর সৌভাগ্য যে ৬ বছর বাদে আবার তিনি এই মাঠেই আসছেন। বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল, কালনা ও কাটোয়া জেলার সাংগঠনিক প্রতিনিধিরা এদিন উপস্থিত থাকবেন। বিধায়ক লক্ষণ ঘড়ুই আশাবাদী ২০১৯ সালের মতোই এবারও দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে মানুষের ভিড় উপচে পড়বে এই সভা দুর্গাপুরের বুকে এক ঐতিহাসিক জনসভায় পরিণত হবে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর