পুনরায় গ্রেফতার হলো, কুখ্যাত মাফিয়া সুজয় পাল ওরফে কেবু। এবার অবৈধ বালী কারবারের জন্য নয়, এবার তার একটি চার চাকা গাড়ি থেকে উদ্ধার হয় অবৈধ তামা ও আগ্নেয়াস্ত্র। দুর্গাপুর থানা পুলিশ কেবুকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে দুর্গাপুরের গান্ধী মোর সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল ঠিক সেই সময়। কালো রঙের একটি চার চাকার গাড়ির পথ আটকায় পুলিশ।

আর সেই গাড়িতে ছিলেন ছিলেন মাফিয়া সুজয় পাল। গাড়িটি তল্লাশি করার সময় প্রায় দেড় কুইন্টাল তামার তার দেখতে পায় পুলিশ। এত তামার তার কোথা থেকে এলো? আর সেগুলি সে কোথায় বা নিয়ে যাচ্ছিল? এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কেবু সেভাবে সদস্য দিতে পারে নি। তার কথায় অসঙ্গতি মেলায় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এর পরেই সুজয় পাল ওরফে কেবু কে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। রবিবার দুর্গাপুর থানা পুলিশ ধৃত সুজয় পাল কে হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।

সমরেন্দ্র দাস Lcw India দুর্গাপুর