হিন্দুস্তান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর হিরোজ ক্লাবের সহযোগিতায় দুর্গাপুরের লাল ময়দানে শহীদ আশিস জব্বর মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্টের আজ চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হয়েছিল দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল দল, তানসেন অ্যাথলেটি ক্লাব এবং ভারতী ভলিবল ক্লাব। খেলার শুরু থেকেই দু’দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলের একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। নির্ধারিত সময়ে কোন দলই কোন গোল করতে না পারায় খেলা শেষ হয় ০-০ অবস্থায়।

এরপর নিয়ম অনুযায়ী ম্যাচ পরিচালক টাই ব্রেকারের সিদ্ধান্ত গ্রহণ করে। টাইব্রেকারে তানসেন অ্যাথলেটিক ক্লাব ২-০ গোলে ভারতী ভলিবল ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষিত হয় তানসেন অ্যাথলেটিক ক্লাবের গোলরক্ষক দীপ যাদব। চতুর্থ কোয়ার্টার ফাইনালে খেলাটি মাঠে উপস্থিত দর্শকরা বেশ আনন্দের সঙ্গে উপভোগ করেন।

আগামী ৩১ শে জুলাই এবং পয়লা আগস্ট এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ৩১ শে জুলাই প্রথম সেমিফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব বনাম উখরা পূজারী ফুটবল কোচিং সেন্টার, এবং ১লা আগস্ট অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হবে আইএন দিশারী সংঘ বনাম তানসেন অ্যাথলেটিক ক্লাব। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ ই আগস্ট ২০২৫ বিকেল তিনটে।

সমরেন্দ্র দাস, দুর্গাপুর