দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে অস্থায়ী কর্মচারীদের বেতন পরিকাঠামো সংশোধন ও হাসপাতালের সুযোগ সুবিধা এবং সরকারি ছুটির ন্যায্য পাওনার দাবিতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন। বুধবার সকাল থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ জোন অস্থায়ী কর্মচারী এই অবস্থান বিক্ষোভে সামিল হন। তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত দুর্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি দাওয়া গুলি মানবেন ততক্ষণ তাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে। যদিও মানবিকতার দিক দিয়ে অস্থায়ী কর্মচারীরা হাসপাতালের CCU ও ICU র মতো জরুরি পরিষেবা চালু রেখেছে। অস্থায়ী কর্মচারীদের অভিযোগ ২০১৭ সালের অক্টোবর মাসে তাদের বেতন বৃদ্ধির পর থেকে আজ পর্যন্ত কোনো বেতন বৃদ্ধি হয় নি। এমনকি সরকারি ঘোষিত ছুটির ন্যায্য পাওনা থেকেও তারা বঞ্চিত হয়েছেন। দুর্গাপুর ইস্পাত হাসপাতালের ৬০০ শয্যা বিশিষ্ট স্থানে অস্থায়ী কর্মচারীদের থেকে দ্বিগুণ বেতন পান প্ল্যান্ট মেডিকেল যেখানে ৬ শয্যার অস্থায়ী কর্মচারীরা।

অন্যদিকে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য বান্টি সিং জানান সমস্ত বিষয়টি কর্তৃপক্ষ উপাধি জানানো হয়েছে তারা ১০ দিনের সময় চেয়েছেন উচ্চ পদস্থ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য।

কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর কর্মবিরতি তুলে নেন অস্থায়ী কর্মচারীরা। তারা জানান আগামী ১০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর