দুর্গাপুরের অর্জুনপুর এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। ডিভিসির ডিটিপিএস এলাকায় নতুন ইউনিট ও হাসপাতাল নির্মাণের কাজ শুরুর প্রেক্ষিতে শুক্রবার ভোরে ডিভিসির পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযোগ, ডিভিসির জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী চায়না বাউরীর টালির বাড়ি জোরপূর্বক ভেঙ্গে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, চায়না বাউরি ক্যান্সারে আক্রান্ত। এমন পরিস্থিতিতে কোন মানবিকতা না দেখিয়েই উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস।

ঘটনাস্থলে পৌঁছে প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী এ ধরনের উচ্ছেদ অভিযানকে ” বলে কটাক্ষ করেন এবং এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন। তৃণমূল নেতৃত্বে দাবি, পুনর্বাসনের কোন ব্যবস্থা না করেই এই উচ্ছেদ সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।
যদিও ডিভিসি কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট জমি বেআইনিভাবে দখল করা ছিল এবং একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও জমি খালি না করায় আইন মেনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে এই ধরনের ঘটনা প্রসঙ্গে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল জানিয়েছেন, ডিভিসির অধিগ্রহণ সমর্থন করি। কিন্তু এক্ষেত্রে যেখানে একজন ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু রোগী রয়েছেন, সেখানে কর্তৃপক্ষের এই অমানবিক উচ্ছেদ অভিযান অত্যন্ত নিন্দনীয় প্রয়োজনে আগামী দিনে বিজেপি ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে রাস্তায় নামবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে পুলিশ বাহিনী। ঘটনা জেরে প্রশাসন ও রাজনৈতিক মহলের মধ্যে চাপানউতর অব্যাহত। আর মানবিকতার প্রশ্ন তুলে স্বরব স্থানীয় বাসিন্দারা।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

