বর্ধমান জেলার দুর্গাপুরের বিধান নগর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে সামনে থাকা একটি হোটেলের ভেতরে তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবি ছিল। স্থানীয় সূত্রে অভিযোগ গতকাল গভীর রাতে কয়েকজন দুষ্কৃতি হোটেলের ভেতরে ঢুকে পোস্টটি ছিঁড়ে ফেলে এবং ছবিতে কালীমালিত্ব করে। পাশাপাশি হোটেলে ভেতরে থাকা সবুজ রঙের চেয়ার ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান। ঘটনা কি ঘটেছে তা নিয়ে দুর্গাপুর সিএনজি অটোরিকশা অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনন্দ দে জানান কে বা কারা রাতের অন্ধকারে এই হোটেলের ভিতরে ঢুকে তাদের ব্যানার পোস্টার গুলি নষ্ট করে দেয় অবিলম্বে সেই সমস্ত দুষ্কৃতিকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা দাবি জানান।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য ঘটনাস্থলে পুলিশ প্রদান করা হয়। এই ঘটনায় বিধাননগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে ঘটনা সঙ্গে জড়িতদের সনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে তবে ঘটনাকে ঘিরে এখনো রাজনৈতিক উত্তেজনা বজায় আছে।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

