spot_img
Thursday, January 22, 2026
Durgapur
haze
25.2 ° C
25.2 °
25.2 °
25 %
2.6kmh
0 %
Thu
25 °
Fri
28 °
Sat
30 °
Sun
31 °
Mon
30 °
Homeদুর্গাপুরগলন্ত পিচ ছলকে দুর্ঘটনায় ঝলসে যায় তিন শ্রমিক

গলন্ত পিচ ছলকে দুর্ঘটনায় ঝলসে যায় তিন শ্রমিক

-

দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় ভয়াবহ দুর্ঘটনার মারাত্মকভাবে  জখম তিন শ্রমিক। গরম পিচ ছলকে পরে গুরুতরভাবে আহত হন অভিজিৎ ভূঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায়। ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ। শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, দুপুরে নিয়মিত কাজ করছিল ওই তিন শ্রমিক। সেই সময় ওপরের তলায় চলছিল ওয়েল্ডিং এর আগুন কাছেই থাকা পিচের সংস্পর্শে আসতেই প্রচণ্ড তাপে নিচে থাকা তিন শ্রমিকের গায়ে গরম পিচ ছিটকে পড়ে। মুহূর্তেই তারা দগ্ধ হন।

এদের মধ্যে মৃণাল রায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক। দগ্ধ তিন শ্রমিকেই তড়িঘড়ি বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা: তীর্থ মুখোপাধ্যায় জানান, “তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। সকলেই আগুনে ঝলসে গেছে। আহত মৃণাল রায় কে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ঘটনার পর শ্রমিক নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সিপিএমের শ্রমিক সংগঠন। তাদের অভিযোগ, কারখানায় নিরাপত্তা বিধির অবহেলার ফলেই এই দুর্ঘটনা। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ও দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts