Trending News... Latest Updates

লস ৬ বিলিয়ন ডলার, মোদীর একচালে কুপোকাত হয়ে পড়েছে চিনা সংস্থা বাইটডান্স লিমিটেডে।

0 168

মোদীর একচালে কুপোকাত হয়ে পড়েছে চিনা সংস্থা বাইটডান্স লিমিটেডে। এই কোম্পানির আওতাতেই ছিল টিকটক।শুধু টিকটক না, বাইটডান্সের আরও দুটি অ্যাপ হ্যালো ও ভিভা ভিডিও ব্যান হয়েছে। ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছে ওই চিনা কোম্পানি। একটি রিপোর্ট জানাচ্ছে ৬ বিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি ওই সংস্থা।উল্লেখ্য, চলতি বছরের প্রথম ৩ মাসে ভারতে টিকটক অ্যাপটি ৬১১ মিলিয়ন সংখ্যক ডাউনলোড হয়েছিল টিকটক। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছিল ব্যবহারকারীর সংখ্যাও। কিন্তু এরই মধ্যে চিনের সঙ্গে সংঘাতময় পরিবেশে ব্যান হল টিকটক।

Leave A Reply

Your email address will not be published.