দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কলেজ গেটের সামনে অবস্থান-বিক্ষভে বসে তারা স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ না প্রিন্সিপালের ট্রান্সফার অর্ডার প্রত্যাহার করা হচ্ছে তাদের এই আন্দোলন চলবে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ কলেজের একাধিক অধ্যাপক প্রিন্সিপালকে অপসারণের মদত দিচ্ছেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরেই কিছু অধ্যাপকরা নিয়মিত ক্লাস নেন না, সেই বিষয়েও ছাত্র-ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার মধ্যেই প্রিন্সিপালের বদলির আদেশ জারি হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভজ্যোতি মজুমদার দাবি করেন প্রিন্সিপাল ছাত্রদরদী এবং কলেজের উন্নয়নে তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। অথচ কিছু স্বার্থান্বেষী অধ্যাপক এর রাজনীতির চাপে তাকে হটানো হচ্ছে।

ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় তাদের প্রিন্সিপাল স্যার ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন সবসময় কলেজের উন্নতির জন্য লড়াই করেছেন। অধ্যক্ষকে কলেজ থেকে সরিয়ে দিলে আগামী দিনে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে হবে। তাই তার ট্রান্সফার আমরা মানতে পারছি না।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় চত্বরে। প্রিন্সিপালের বদলি নিয়ে ছাত্র আন্দোলন কতদূর গড়ায় এখন তাই দেখার অপেক্ষায়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর