spot_img
Thursday, September 4, 2025
Durgapur
few clouds
25.8 ° C
25.8 °
25.8 °
92 %
2kmh
17 %
Thu
26 °
Fri
32 °
Sat
33 °
Sun
33 °
Mon
34 °
Homeদুর্গাপুরতোর্ষা একটি নদীর নাম বাংলা ছবির শুভ মুক্তি অনুষ্ঠান দুর্গাপুরে

তোর্ষা একটি নদীর নাম বাংলা ছবির শুভ মুক্তি অনুষ্ঠান দুর্গাপুরে

-

৩০ শে মে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল বহু প্রতীক্ষিত বাংলা ছবি “তোর্ষা একটি নদীর নাম” । “তিথস এন্টারটেইনমেন্ট” প্রযোজিত, যোগেন চৌধুরী নিবেদনে, নির্মাল্য ঘোষের সহনিবেদনে এবং কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহির পরিচালনায় ছোটদের বাংলা ছবিটি এখন  দুর্গাপুরবাসীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি দুর্গাপুরের জনপ্রিয় এসভিএফ প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। উদ্যোক্তা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব শুধুমাত্র খেলার মাঠেই নয়, এবার তারা সাংস্কৃতিক জগতে পদার্পণ করল। এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত কুমার দাস জানান এই ছবির প্রযোজক এবং পরিচালকের সঙ্গে কথা বলে ছবিটির চিত্রনাট্য তাদের ভালো লাগায় ছবির প্রমোশনের দায়িত্ব নিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, DMC র কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, রমা প্রসাদ হালদার,রাখি তেওয়ারি, দীপঙ্কর লাহা, অঙ্কিতা চৌধুরী, শিউলি মুখার্জি ও প্রাক্তন শিক্ষিকা দীপান্বিতা ঘোষ এবং ছবির পরিচালক কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর বাবা-মা সহ দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা। এদিন আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ছবির নামাঙ্কিত কেক কেটে বাংলা চলচ্চিত্রটি শুভ সূচনা করা হয়। এই ছবি প্রসঙ্গে বিশিষ্ট প্রাক্তন শিক্ষিকা দীপান্বিতা ঘোষ কি জানালেন শোনাবো আপনাদের।

এরপর বিশিষ্ট অতিথিরা চলচ্চিত্রটি দেখার জন্য প্রেক্ষাগৃহে প্রবেশ করেন। ছোটদের এই ছবিটি সমাজে একটি সুন্দর বার্তা দেবে বলে আশাবাদী সকলে। পরিবারের সকলকে নিয়ে দেখার মতন একটি বাস্তব মুখী চলচ্চিত্র “তোর্ষা একটি নদীর নাম”। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দেবলীনা কুমার যিনি “তোর্ষা” চরিত্রে অভিনয় করেছেন, অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়ের দক্ষতা নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন। তার পাশাপাশি রয়েছেন সুদীপ মুখোপাধ্যায় দীপঙ্কর দে এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায় যারা ছবিটিকে আরো বাস্তব এবং প্রাণবন্ত করে তুলেছেন। ছবিতে নেপথ্য সংগীতে রয়েছেন রুপম ইসলাম, অন্বেষা দত্ত গুপ্ত এবং ইমন চক্রবর্তীর মতন বিখ্যাত গায়ক গায়িকারা। দুর্গাপুর ইস্টবেঙ্গল প্যান্ট ক্লাবের সদস্যরা বলেন বাংলা ছবির পাশে দাঁড়ানো আজকের সময় অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে এমন ছবি যেগুলো সমাজের গভীর প্রশ্ন তুলে ধরে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts