spot_img
Thursday, January 8, 2026
Durgapur
clear sky
15.2 ° C
15.2 °
15.2 °
30 %
3.9kmh
3 %
Thu
15 °
Fri
25 °
Sat
25 °
Sun
27 °
Mon
27 °
Homeদুর্গাপুরকল্পতরু মেলার দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব!

কল্পতরু মেলার দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব!

-

দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে তীব্র দখলদারি দ্বন্দ্ব। কে মেলার দায়িত্বে থাকবে –  তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর জেরে মেলার প্রস্তুতি কার্যক্রমকে গেছে। আর সবচেয়ে বড় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আগামী ১লা জানুয়ারি থেকে দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন এলাকায় শুরু হওয়ার কথা ৫৭ বছরের প্রাচীন এই কল্পতরু মেলা।  সম্প্রতি খুঁটিপূজো সম্পন্ন হওয়ার পর দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির তরফে একটি বুকিং কাউন্টার খোলা হলেও এখনো পর্যন্ত বুকিং প্রক্রিয়া শুরু হয়নি। অভিযোগ সেখানে বর্তমান কমিটির কোন সদস্যকে দেখা যাচ্ছে না বরং উপস্থিত রয়েছেন পুরনো কমিটির সদস্যরা। এই নিয়ে শুরু হয়েছে টানটান উত্তেজনা। বর্তমান মেলা পরিচালন সভাপতি তথা দুর্গাপুর নগর নিগম প্রশাসন বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে  মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সমস্যার সমাধান মিলবে।

অন্যদিকে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “মেলা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির কথা শুনেছি। আগেই বলেছিলাম, সমস্যা হলে টেন্ডারের মাধ্যমে বিষয়টি করা উচিত। এখন কিভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায় তা দেখা হচ্ছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন মেলার ভার যেদিন থেকে দুর্গাপুর নগর নিগমের হাতে গেছে সেদিন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। তৃণমূলের একপক্ষ বলছে তাদের কাছে বুকিং করতে হবে অন্য পক্ষ বলছে অন্যদের কাছে অবস্থা এমন যে চেয়ারপারসনকেই পুলিশে অভিযোগ জানাতে হচ্ছে।”

হাত তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন মেলায় আগত ব্যবসায়ীরা। শান্তনু মিশ্র নামে এক ব্যবসায়ী বলেন, “কার কাছে বুকিং করাব বুঝতেই পারছি না। আমরা চরম বিপাকে পড়েছি বিষয়টি নিয়ে জেলাশাসক ও মহাকুমা শাসকের কাছে জানাবো।”

সব মিলিয়ে দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলার প্রস্তুতি কবে থেকে শুরু হবে, সেটাই এখন বড় প্রশ্ন চিহ্ন!!

সমরেন্দ্র দাস,Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts